গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলী মোল্লা (৬০) নামের এক দরিদ্র কৃষকের গোয়ালঘর থেকে দুইটি গাভি চুরি হয়ে গেছে। গাভি দুইটি ছিল তার বেঁচে থাকার একমাত্র সম্বল। চুরির পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। খাওয়া-দাওয়া ছেড়ে কান্নায় দিন কাটছে তার।
সোমবার রাতে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। আলী মোল্লা, মৃত লাহু মোল্লার ছেলে, জানান, সেদিন রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখতে পান, গোয়ালঘরের গাভি দুইটি নেই। দরজার কাছে একটি চিরকুটে লেখা ছিল, “আমি আপনার গাভি দুইটি চুরি করেছি, আমাকে মাফ করে দেবেন।”
আলী মোল্লা বলেন, “গাভি দুইটি ছিল আমার জীবিকার একমাত্র ভরসা। এর মধ্যে একটি গর্ভবতী ছিল এবং কয়েক দিনের মধ্যেই বাচ্চা দিত। গাভি দুইটি নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। সবকিছু যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। গত চার দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গাভি দুইটির কোনো সন্ধান পাইনি।”
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “এলাকায় চুরি প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। গ্রামপুলিশের তৎপরতা বাড়ানোর পাশাপাশি রাতে থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।”