মিরাজ হুসেন প্লাবন:
বগুড়ার আদমদিঘী উপজেলার নরশেৎপুর রেলস্টেশনে ঘটে গেলো এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। চোর অপবাদ দিয়ে মতিউর রহমান নামে এক ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। ভাগ্যক্রমে অলৌকিকভাবে তিনি প্রাণে বেঁচে গেছেন।
ভুক্তভোগী মতিউর রহমান একজন দোকানদার ও আদম ব্যবসায়ী। তার এক স্বজন তারেক রহমান জানান, বিদেশ পাঠানো নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে মতিউরের পূর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন ট্রেনের ভেতরে তাকে একা পেয়ে তারা প্রথমে মারধর করে, এরপর ‘চোর’ অপবাদ দিয়ে ঝুলিয়ে রেখে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।
তারেক রহমান আরও জানান, “আল্লাহর অশেষ কৃপায় আমার ফুফা বেঁচে গেছেন। তার শরীরে গুরুতর আঘাত রয়েছে, তবে সবচেয়ে বড় বিস্ময়ের বিষয় হলো—তার হাত-পা বা শরীরের কোনো অঙ্গ ট্রেনের নিচে কাটা পড়েনি।”
বর্তমানে গুরুতর আহত মতিউর রহমান চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগীর পরিবার দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।