মো. সুমন রানা, জিএইচএমসি প্রতিনিধি
ঢাকা, ২ ফেব্রুয়ারি – বিএইচএমএস গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতি বৈষম্য দূর করা এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষার্থীরা।
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়ন ও স্বীকৃতির জন্য ৭ দফা দাবি তুলে ধরেন।
তাদের দাবিগুলো হলো:
1️⃣ বিএইচএমএস গ্রাজুয়েট চিকিৎসকদের বিসিএস স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভুক্তি।
2️⃣ হোমিওপ্যাথির জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
3️⃣ উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ সৃষ্টি।
4️⃣ সরকারি দপ্তরের হোমিওপ্যাথি সেক্টর থেকে অনিয়ম ও স্বজনপ্রীতি বন্ধ করা।
5️⃣ ব্রিজ কোর্স বা কনডেন্স কোর্স চালুর অপচেষ্টা প্রতিরোধ।
6️⃣ বিএইচএমএস চিকিৎসকদের জন্য সরকারি চাকরির বয়সসীমা ৩৪ বছর করা।
7️⃣ কেবলমাত্র যোগ্য ও গ্রাজুয়েট বিএইচএমএস চিকিৎসকদের মাধ্যমে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতি দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমাদের যথাযথ স্বীকৃতি ও সুযোগ দিতে হবে, যাতে আমরা মানুষের সেবায় আরও কার্যকরভাবে অবদান রাখতে পারি।”
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এসব দাবির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন আন্দোলনকারীরা।