July 31, 2025, 8:54 am
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

রংপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিরাজ হুসেন প্লাবন

মাসফিকুল হাসান, রংপুর প্রতিনিধি

রংপুর মহানগরের তাজহাট থানার দর্শনা এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রাখা অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ অর্থ, মোবাইল ফোন ও মাদক পরিমাপক ডিজিটাল যন্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদক ও সামগ্রী
১. ইয়াবা ট্যাবলেট: ৯০ পিস (ওজন ৯ গ্রাম), বাজারমূল্য আনুমানিক ১৮,০০০ টাকা।
২. গাঁজা: ৮৫০ গ্রাম, বাজারমূল্য আনুমানিক ১৭,০০০ টাকা।
3. নগদ অর্থ: মাদক বিক্রয়ের ১,২৫০ টাকা।
4. মোবাইল ফোন: ৪টি।
5. ডিজিটাল মাদক পরিমাপক যন্ত্র: ১টি।

গ্রেফতারকৃত আসামি
১. মোঃ ওসমান গনি (২৬), পিতা- শামছুল হক, মাতা- রেজিনা বেগম, সাং- মধুপুর হাজিপাড়া, থানা- বদরগঞ্জ, রংপুর।
২. মোঃ আনন্দ মিয়া (২৮), পিতা- খাইরুল ইসলাম, মাতা- মৃত আরজিনা, সাং- ঘাঘটপাড়া, থানা- তাজহাট, রংপুর।

অভিযান ও মামলা
তাজহাট থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১০(ক)/১৯(ক)/৪১ ধারা অনুযায়ী অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের অবস্থান
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে রংপুর মহানগরে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং মাদকের শিকড় উপড়ে ফেলতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন