মোঃ সিজার হোসেন, পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ঘোষপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন।
৩১ জানুয়ারি, শুক্রবার সকাল আনুমানিক ৮ টা ৪৫ মিনিটে ঢাকা-রাজশাহী মহাসড়কে রাজশাহীর দিক থেকে আসা ট্রাক এবং নাটোরের দিক থেকে আসা রাজশাহী গামী যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশায় ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পবা হাইওয়ে থানার পুলিশ। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহত ২৫ জন যাত্রীকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ১৬ জন নারী-পুরুষের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শেষ করি এবং আহতদের হাসপাতালে পাঠিয়ে দিই। বর্তমানে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”