December 7, 2025, 6:54 pm

নবাবগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মিরাজ হুসেন প্লাবন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা ইউনিয়ন পর্যায়ে তিন মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে আয়োজন করা হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাহমুদ ইউনিয়নের মোগরপাড়া কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের আয়োজন ও উপস্থিতি
উপজেলা কৃষকদলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি কবিরুল ইসলাম বকুল।

এতে আরও উপস্থিত ছিলেন—
🔹 জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম ফতে
🔹 উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন
🔹 জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মমতাজুল আলম (স্বপন)
🔹 উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মোখলেছার রহমান
🔹 উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা
🔹 উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাত আল মামুন
🔹 উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মতলুবুর রহমান সুজন

কৃষকদের মতামত ও সমস্যা শোনা হয়
সমাবেশে কৃষি, ফসলের উৎপাদন, সরকারি সহায়তা ও অন্যান্য কৃষি-সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ উপস্থিত কৃষকদের কাছ থেকে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন।

এই সমাবেশের মাধ্যমে কৃষকদের দাবি ও সমস্যা তুলে ধরার পাশাপাশি তাদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন