December 7, 2025, 4:19 am

মুন্সিগঞ্জ: খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আক্কাছ আলী

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওয়ালীউল্লাহ খান। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য মোনাজাত করেন।

দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ওয়ালীউল্লাহ খান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রেরণার উৎস। তাঁর সুস্থতার জন্য আমরা সর্বস্তরের মানুষের দোয়া কামনা করছি।”

দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন বেপারী বলেন, “খালেদা জিয়ার প্রতি জনগণের স্নেহ ও বিশ্বাস অটুট। আজকের দোয়া মাহফিলে মানুষের অংশগ্রহণই তা আবারও প্রমাণ করেছে।”

এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিখন খান, বিএনপি নেতা মিজান বকাউল, মালয়েশিয়া যুবদলের কোষাধ্যক্ষ হাকিম দেওয়ান, টঙ্গীবাড়ি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা, জেলা মুক্তিযুদ্ধের সদস্য সচিব জব্বর কাজী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী এবং টঙ্গীবাড়ি থানা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আজিজ হালদার

তোবারক বিতরণের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এ অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন