August 2, 2025, 9:39 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

মুন্সীগঞ্জে ৩ শিল্প প্রতিষ্ঠানকে পরিবেশ আইনে অর্থদণ্ড প্রদান

আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি

আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় ৩ শিল্প প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

শিল্প প্রতিষ্ঠানগুলো হলো গজারিয়া উপজেলার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, জে. এম. আই ইন্ডাস্ট্রি পার্ক এবং আনোয়ার সিমেন্ট লিমিটেড।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, গতকাল রোববার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত গজারিয়া উপজেলার ভিটিকান্দি এবং তেতৈতলা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় জে. এম. আই ইন্ডাস্ট্রি পার্ককে ১০ লাখ টাকা, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডকে ৫ লাখ টাকা এবং আনোয়ার সিমেন্ট লিমিটেডকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া, খোলামেলা অবস্থায় কাঁচামাল এবং নির্মাণ সামগ্রী রাখায় ২ লাখ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনটি প্রতিষ্ঠানকে আগামী ৩ মাসের মধ্যে পরিবেশের সমস্ত বিধি-বিধান প্রতিপালন করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান এবং সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন