আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। গুরুতর আহত এক কনস্টেবলকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একটি চক্র পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত হামলা চালায় এবং তিন পুলিশ সদস্যকে মারধর করে পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, “এ ঘটনায় লৌহজং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, “মাদকবিরোধী অভিযান চলমান থাকবে, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।