October 16, 2025, 9:36 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

“তিনটি অভিযোগে কাঁপছে বিসিবি—তদন্তে নেমেছে দুদক”

মিরাজ হুসেন প্লাবন

নিজস্ব প্রতিবেদক:
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (১৫ এপ্রিল) দুপুরে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। মাঠে খেলা না থাকলেও স্টেডিয়ামে ছিল তীব্র ব্যস্ততা। কারণ—বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুপুর ১২টার দিকে বিসিবি ভবনে প্রবেশ করেন দুদকের দুই সহকারী পরিচালক আল আমিন ও মাহমুদুল হাসানসহ কয়েকজন কর্মকর্তা।

প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানের মূল লক্ষ্য ছিল তিনটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ। অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে কর্মকর্তারা অভিযোগগুলোর বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন।

যে তিনটি অভিযোগ ঘিরে অভিযান
১. তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাইপর্ব:
এতে অংশগ্রহণকারী দলগুলোর ফি এবং বাছাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বিপিএলের টিকিট বিক্রি:
সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সময় বিপিএলের টিকিট বিক্রিতে দুর্নীতির অভিযোগ রয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে আয়োজনে অর্থ ব্যয়:
এই আয়োজন ঘিরে অনিয়ম এবং অর্থ তছরুপের সম্ভাব্য অভিযোগ দুদকের তদন্তের আওতায় এসেছে।

এর আগে দুদক সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছিল। তার বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার ও ক্রিকেট বোর্ডে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ অর্জনের অভিযোগ রয়েছে।

তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে
দুদক জানিয়েছে, আজকের অভিযান মূলত তথ্য সংগ্রহের অংশ। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে তারা প্রতিবেদন জমা দেবে কমিশনের কাছে। প্রয়োজনে তখনই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযানের সময় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন