July 31, 2025, 8:49 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

মেহেরপুর সীমান্তে শিশুসহ ৮ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ!

এস-কে-সামিউল-ইসলাম

এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে শিশুসহ আটজন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে আন্তর্জাতিক সীমান্তের ১৩৬ ও ১৩৭ নম্বর পিলারের মাঝখানে স্থাপিত একটি গেট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

পুশ-ইন হওয়া ব্যক্তিরা হলেন:

টিটু শেখ (৪৫), ময়মনসিংহ

আশরাফুল ইসলাম (৩৫), ময়মনসিংহ

আমিনুল ইসলাম (২৮), দৌলতপুর, খুলনা

আবেজান খাতুন (৪০), নড়াইল

ফাইমা আক্তার (২৭), জামালপুর

নাছিমা আক্তার (৩৬), জামালপুর

শিশু রহিম (৫)

শিশু রোহান (৩)

স্থানীয় সূত্র জানায়, পুশ-ইন হওয়া এসব নারী, পুরুষ ও শিশু সীমান্তবর্তী সড়ক ধরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছিলেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করেন। কথায় অসংগতি ধরা পড়লে রংমহল বিজিবি ক্যাম্পে তাদের নিয়ে যাওয়া হয়।

রংমহল বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, আটজনের মধ্যে রয়েছেন ২ শিশু, ৩ নারী ও ৩ পুরুষ, যাদের বাড়ি খুলনা, সাতক্ষীরা, জামালপুরসহ বিভিন্ন জেলায়।

তারা জানান,

“আমরা দীর্ঘদিন ভারতের জেলে ছিলাম। গতকাল ভারতীয় পুলিশ আমাদের বিএসএফ-এর কাছে হস্তান্তর করে। এরপর তারা সীমান্তের গেট খুলে আমাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়।”

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম বলেন,

“বিএসএফ তাদের তারকাঁটার বেড়া পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমরা তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। পতাকা বৈঠকের চিঠি প্রস্তুত করা হচ্ছে।”

এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন