ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মিথ্যাচার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হারুন অর রশিদের পরিবার।
রবিবার দুপুরে ভুক্তভোগীর নিজ বাড়ী দক্ষিণ ভেংগুড়া গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ হারুন অর রশিদের খালু কালাম মাস্টার জানান, হারুন অর রশিদ (উজ্জ্বল) এর সাথে প্রতিপক্ষ সাইফুল গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। আসামি পক্ষ একই গ্রামের বাসিন্দা।
তিনি জানান, ১১ জুলাই ২০২৫ তারিখে সাইফুল ইসলাম গংরা তার মামাতো ভাইয়ের দখলীয় জমি দখল করার চেষ্টা করে। বাধা দিতে গেলে তিনজনের উপর আক্রমণ ও মারধর করে। ওই ঘটনায় হারুন অর রশিদ ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
১৪ জুলাই ২০২৫ তারিখে সাইফুল গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় জমি দখলের চেষ্টা করে। হারুন অর রশিদ বাধা দিলে তারা হত্যা করার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। রামদা, লাঠি ও লোহার রড দিয়ে তাকে মাথা, কপাল ও কানসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হারুন অর রশিদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে আদালতে মামলা করা হয়। তারা প্রশাসনের কাছে আবেদন করেন, আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিত করতে হস্তক্ষেপ করা হোক।