December 7, 2025, 3:09 pm

ভোলায় চাঁদাবাজি মামলায় ২ আসামী গ্রেফতার, টাকা উদ্ধার

মিরাজ হুসেন প্লাবন

ভোলা প্রতিনিধি:

ভোলা সদর মডেল থানার চাঁদাবাজি মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার সূত্র অনুযায়ী, (মামলা নং-২৪, তারিখ ১৭/০৯/২০২৫ খ্রিঃ, জিআর-৪৪৪/২৫ খ্রিঃ, ধারা-৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড) জনৈক মোঃ শেখ ফরিদের (৭৪) নাতি মোঃ জিতুকে চুরির মামলার আসামীর তালিকা থেকে বাদ দেওয়ার প্রলোভন দেখিয়ে পুলিশকে ‘ম্যানেজ’ করার নামে ২ লাখ টাকা দাবি করে মোঃ রাকিব (৩০) ও হাসান মোনতাছির রহমান (২০)।

এজাহারে উল্লেখ করা হয়, আসামীরা একাধিকবার বাড়িতে গিয়ে টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করে। একপর্যায়ে বাদী শেখ ফরিদ তার ছেলে মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডস্থ হোটেল নিরালয়ে প্রথমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং পরে বাড়িতে গিয়ে আরও ১০ হাজার টাকা প্রদান করেন।

পরে আরও টাকা দাবি করলে বাদীর সন্দেহ হয় এবং তিনি থানায় এজাহার দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী মোঃ রাকিব ও হাসান মোনতাছির রহমানকে গ্রেফতার করেন এবং তাদের নিকট থেকে ২০ হাজার টাকা উদ্ধার করেন।

পুলিশ জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন