December 7, 2025, 3:23 pm

মিরপুরে হকারদের দখলে ফুটপাত ও সড়ক, জনদুর্ভোগ বেড়েই চলেছে

মোঃ নিজামুল ইসলাম
মিরপুর-০১

মিরপুরে হকারদের দখলে ফুটপাত ও সড়ক, জনদুর্ভোগ বেড়েই চলেছে

ঢাকা শহরসহ দেশের বিভিন্ন নগরীতে হকারদের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন হাজারো হকার ফুটপাত ও প্রধান সড়কের পাশে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করছেন। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং যানজট আরও প্রকট আকার ধারণ করছে।

স্থানীয়দের অভিযোগ, হকাররা রাস্তার বড় অংশ দখল করে রাখায় মানুষজন স্বাভাবিকভাবে হাঁটার সুযোগ পান না। অনেক সময় ক্রেতাদের ভিড় এবং হকারদের পণ্য সাজানোর কারণে সড়কের বেশির ভাগ জায়গা বন্ধ হয়ে যায়। এতে যানবাহন চলাচলেও সমস্যা হয়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

হকাররা বলছেন, তারা জীবিকার তাগিদেই রাস্তার পাশে দোকান বসান। তাদের দাবি, বিকল্প জায়গায় যদি দোকান বসানোর সুযোগ দেওয়া হয়, তাহলে তারা রাস্তা দখল করে ব্যবসা করবেন না। কিন্তু কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা না নেওয়ায় তারা বাধ্য হয়ে এভাবে ব্যবসা চালাচ্ছেন।

এদিকে নগরবাসী বলছেন, হকারদের জন্য নির্দিষ্ট বাজার বা স্থায়ী স্থান নির্ধারণ করলে সমস্যার সমাধান সম্ভব। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালালেও কিছুদিন পর হকাররা আবারও আগের জায়গায় ফিরে আসেন।

বিশেষজ্ঞরা মনে করেন, হকার সমস্যার স্থায়ী সমাধান না হলে শহরের শৃঙ্খলা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হবে। তাই পরিকল্পিত নগর ব্যবস্থাপনা এবং হকারদের জন্য আলাদা মার্কেট নির্মাণ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন