মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও খারাপ আচরণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁর অপসারণ ও শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন।
অভিযোগকারীরা জানান, ওসি আরিফুল ইসলাম বিএনপির অঙ্গ সংগঠন নিয়ে কটূক্তি, মামলার বিনিময়ে অর্থ বাণিজ্য, মাদক কারবারিদের কাছ থেকে কমিশন গ্রহণ, আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে অর্থের বিনিময়ে সুবিধা দেওয়া, এমনকি সেবা প্রত্যাশীদের সঙ্গেও দুর্ব্যবহার করেছেন।
এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসির বিরুদ্ধে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও উপস্থাপন করেছেন। এর মধ্যে একটি ভিডিওতে তাঁকে স্বেচ্ছাসেবক দলকে কটূক্তি করতে শোনা যায়। আরেকটিতে নিজ নামে টিকটক অ্যাকাউন্ট খুলে ভিডিও আপলোড করতে দেখা গেছে।
এছাড়া, থানায় অভিযোগ জানাতে আসা সেবা প্রত্যাশীদের ঘুষ ছাড়া মামলা গ্রহণ না করা, ব্যক্তিগত সমস্যায় আসা সাধারণ মানুষকে অপমান করে বের করে দেওয়া, এমনকি নারী ও শিশু সম্পর্কিত অভিযোগও আমলে না নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী, ভুক্তভোগী সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন জানান, ওসির কর্মকাণ্ড ডোমার এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, “এলাকাবাসীর পক্ষ থেকে ওসি আরিফুল ইসলামের বিরুদ্ধে অপসারণ ও শাস্তির দাবিতে লিখিত অভিযোগ নীলফামারী পুলিশ সুপারের বরাবর পাঠানো হয়েছে।”
নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান জানান, “অভিযোগ এখনো হাতে পাইনি। হাতে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”