December 7, 2025, 3:23 pm

হবিগঞ্জের মাধবপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ

মিরাজ হুসেন প্লাবন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::

হবিগঞ্জের মাধবপুরে এনামুল হক নামে এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, উপজেলার ৯নং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হাসান তপু শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদার দাবি করেন।

এনামুল হকের অভিযোগ, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ১৯ সেপ্টেম্বর গভীর রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এসময় আল-আমিন হোটেলের পাশে অবস্থিত সংরক্ষিত এলাকা থেকে লোহার পাইপ, যন্ত্রপাতি ভাঙচুর ও চুরি করা হয়। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি রাতের অন্ধকারে ৫০টি লোহার পাইপও গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, “চাঁদা না দিলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আবারো হামলা চালানো হবে, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে এবং সুযোগ পেলে হত্যাও করা হতে পারে।” এ ঘটনায় ২০ সেপ্টেম্বর মাধবপুর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযুক্ত ইউপি সদস্য নুরুল হাসান তপু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারও কাছে কোনো চাঁদা চাইনি। ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির সঙ্গেও আমি জড়িত নই।”

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন