December 7, 2025, 3:23 pm

গাজীপুরে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী উধাও, নগদ ও স্বর্ণালংকার নিখোঁজ

আক্কাছ আলী

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কাশিমপুর এলাকার বর্ষাডেঙ্গা ও হাতীমারা এলাকায় ভাড়া বাসায় বসবাসরত এক দম্পতি নগদ ১৪ লাখ টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হয়েছেন।

অভিযোগে জানা গেছে, স্বামী মো. নবির উদ্দিন (পিতা: মৃত মতিউর রহমান, মাতা: মোছা লাইলী বেগম) ও স্ত্রী মোছা নাজমা বেগম (পিতা: মৃত হাবিবুল্লাহ সিকদার, মাতা: সাহেরা বেগম) কয়েক বছর ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শিলাপিঠা বাজার এলাকায়।

হঠাৎ তারা বাসা থেকে অদৃশ্য হয়ে যান। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারও লোপ পেয়েছে। পরিবার ও অভিযোগকারী পক্ষ জানিয়েছে, দম্পতির অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যারা তাদের কোথাও দেখেছেন বা অবস্থান সম্পর্কিত তথ্য জানেন, তারা নিচের নম্বরে যোগাযোগ করতে পারেন। তথ্য প্রদানকারীকে উপযুক্ত সম্মানী দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

যোগাযোগ:
মোঃ আয়নাল হক – ০১৬১৮৩৪০০৭০, ০১৭৯৫৯৬১১২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন