গাজীপুর প্রতিনিধি: মোঃ আতেফ ভূঁইয়া
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক অজ্ঞাত যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, ছিনতাইয়ের চেষ্টা করার সময় যুবকটিকে ধরে ফেলে তারা। এরপর তার হাত-পা বেঁধে বেদম প্রহার করা হয় এবং শরীরে লবণ ছিটিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, “নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”