সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামে এক ঐতিহাসিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১-১১-২৫) রাত ৮টায় গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় বাসায় এ বৈঠক সফলভাবে সম্পন্ন হয়।
বৈঠকে বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ মুরুব্বি, তরুণ প্রজন্মের যুবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় তৈরি হয় আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ। ট্রাক প্রতীকের আলোচনা ছড়িয়ে পড়ে সর্বত্র—এ যেন এক অবিস্মরণীয় মুহূর্ত।
সুনামগঞ্জ-০৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মোহাম্মদ আলী আসগর বৈঠকে বলেন—
“মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই রাজনীতির মূল শক্তি। আমি আপনাদের সন্তান, আপনাদের সুখ-দুঃখের সাথী। আমার রাজনীতি ব্যক্তিগত লাভের জন্য নয়—মানুষের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার জন্য।”
তিনি আরও বলেন,
“প্রতিবার নির্বাচনে শুধু টাকার খেলা চলে। নির্বাচিত হওয়ার পর সেই টাকা জনগণের বরাদ্দ, টেন্ডার, কাবিখা, নিয়োগ–বদলি—এসব খাত থেকে তুলতে থাকে। ফলে জনগণের সুবিধার অর্থও শেষ পর্যন্ত তাদের পকেটে যায়। তাই এবার সিদ্ধান্ত পরিবর্তন করার সময় এসেছে।”
তিনি নিশ্চিত করেন, গণঅধিকার পরিষদ (জিওপি) এই পুরাতন রাজনৈতিক সংস্কৃতি ভেঙে নতুন ধারা প্রতিষ্ঠা করতে চায়।
গ্রামবাসীর বক্তব্য
বৈঠকে বক্তব্য দেন গ্রামের মোঃ মানিক মিয়া, মোঃ সুরুজ্জামান ও মা-ও আরব আলী। তারা বলেন—
“মাওলানা মোহাম্মদ আলী আসগর একজন সৎ, সাহসী ও মানবতার ফেরিওয়ালা। আমরা তার পাশে আছি, ইনশাআল্লাহ থাকব।”
আরও বক্তারা উল্লেখ করেন—
“আলী আসগর সাহেব খুবই নম্র-ভদ্র ও সাদাসিধা মানুষ। তিনি গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দল নতুন হলেও ইনশাআল্লাহ মানুষের মুখে মুখে ট্রাক প্রতীক ছড়িয়ে পড়বে।”
উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মোঃ হান্নান আকাশ
দোয়ারাবাজার গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জুয়েল আহমেদ
উপজেলা আহবায়ক লুৎফর রহমান
জাকারিয়া বিন সুরুজ
সফিক মিয়া
রাসেল আহমদ
জুয়েল আহমেদ
তাজির আলী
আইয়ুব রহমান
মা-ও জুয়েল আমীন
সাবেক মেম্বার ছোবান আলী
সিরাজ মিয়া প্রমুখ।
শেষে অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।