December 23, 2024, 8:13 am
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মহিলা আ. লীগের ৫ নেত্রী গ্রেপ্তার

মিরাজ হুসেন প্লাবন

রাজধানীর মিরপুরের পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মহিলা আওয়ামী লীগের পাঁচ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন:

বাবলী বেগম (৪৩), ছয় নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী
সাবিনা ইয়াসমিন যুথি (৩৮), সাধারণ সম্পাদক
রিতা আক্তার (৪০), সাংগঠনিক সম্পাদক
নাজমা আক্তার সাথী (৩০), সহ-সভাপতি
খাদিজা বেগম (৩৪), সহ-সাংগঠনিক সম্পাদক
ঘটনার পেছনের কাহিনি:
গত ৪ আগস্ট বিকেলে মিরপুর-১০ নম্বরে পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছাত্র-জনতার একটি বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন মো. আবিদ। অভিযোগ রয়েছে, আন্দোলন দমনে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলার একপর্যায়ে আবিদের ডান চোখে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

পরে আবিদের ভাই জিন্নাত সাঈদীর অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় ১২ নভেম্বর একটি মামলা করা হয়। সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পাঁচ নেত্রীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের বক্তব্য:
ডিসি তালেবুর রহমান জানান, ‘‘আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় এ গ্রেপ্তার অভিযান চালিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

পরবর্তী পদক্ষেপ:
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ এবং মামলা তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন