December 23, 2024, 9:20 am
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

রায়পুরায় ছাত্রদলের মানববন্ধনে গুম-খুনের বিচার দাবি

মিরাজ হুসেন প্লাবন

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী থেকে

‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রায়পুরা সরকারি কলেজের সামনে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুম-খুনের শিকার হওয়া ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি এবং এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়।

মানববন্ধনের মূল বক্তব্য
‘রায়পুরা সরকারি কলেজ ছাত্রদল’ আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতারা আওয়ামী লীগ সরকারের অধীনে গুম, হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি ও ন্যায়বিচারের দাবি তোলেন।

এসময় রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুলতানা আহম্মেদ টিপুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ছাত্রনেতা সামসুর রহমান জয়, আজিজুল রহমান, মাসুম কিবরীয়া, সানজিদুল তুহিন, শরীফ আহম্মেদ, মেহেদী হাসান, সিয়াম আহম্মেদ, ইমন আহম্মেদ, সোহান সরকার, তোহিদ, মুন্না মিয়া, আকাশ আহম্মেদসহ আরো অনেকে।

ছাত্রদল নেতাদের দাবি
নরসিংদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মইনুল ইসলাম ইফরান বলেন, “বিগত হাসিনা সরকারের সময়ে গুম ও হত্যাকাণ্ডের শিকার হওয়া সকল রাজনৈতিক নেতাকর্মীর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। কারাবন্দী রাজনৈতিক কর্মী, নাগরিক ও সাংবাদিকদের মুক্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২০০৯ সালের জাতীয় নির্বাচন থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্টের ‘গণঅভ্যুত্থান’ পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিল। ভবিষ্যতেও ছাত্রদল রাজপথে থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত।”

মানবাধিকার প্রতিষ্ঠার দাবি
মানববন্ধনে অংশগ্রহণকারী নেতারা মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র এবং মৌলিক অধিকার রক্ষায় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন