লালমনিরহাট: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত মাহাবুব কামাল খান সুজন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাহাবুব কামাল খান সুজন ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলম খানের ছেলে।
গত ১৯ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলা চালানো হয়। হামলায় গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন নিহত হন এবং শতাধিক শিক্ষার্থী আহত হন। এই মর্মান্তিক ঘটনার পর আন্দোলনের সদস্য মামুনুর রশিদ মামুন ১৩ নভেম্বর রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামি করা হয়। মাহাবুব কামাল খান সুজন এই মামলার ৮৬ নম্বর আসামি।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী বলেন, “গ্রেপ্তারের পর মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে।