কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর উদ্যোগে ‘স্কলারশিপ অ্যাওয়ার্ডিং সেরিমনি’ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মনোনীত শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় কুবির সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এ সেশনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারজাহান আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপি’র ফিউচার নেশন প্রকল্পের রিজিওনাল ফ্যাসিলিটেটর মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান এবং ক্যাম্পাস ফ্যাসিলিটেটর রফিক উদ্দিন।
রিজিওনাল ফ্যাসিলিটেটর মোঃ কবির হোসেন বলেন, “আমরা ফিউচার নেশন ইউএনডিপি প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা ও প্রযুক্তি
দক্ষতার উন্নয়নে ৩৪ হাজার টাকা মূল্যের কোর্স সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছি। এর আওতায় আজ পাঁচ শতাধিক শিক্ষার্থী স্কলারশিপ পাচ্ছে। এর আগে ১
ডিসেম্বর আরও ৪০৫ শিক্ষার্থী এই স্কলারশিপ গ্রহণ করেছে।”
অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের গ্লোবাল মার্কেটে টিকে থাকতে দক্ষতা অর্জন করতে হবে। শুধু ইংরেজি নয়,
টেকনোলজি, সোশ্যাল মিডিয়া এবং চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারেও দক্ষ হতে হবে। তোমরা শুধু বাংলাদেশের নয়, গ্লোবাল সিটিজেন।
যেকোনো একটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারবে বিশ্বমঞ্চে।”
ক্যাম্পাস ফ্যাসিলিটেটর রফিক উদ্দিন বলেন, “ফিউচার নেশন, ইউএনডিপি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে
এই স্কলারশিপ কোর্স প্রদান করছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়ে আনন্দিত। তারা জানান, এই কোর্স তাদের ইংরেজি ও প্রযুক্তি দক্ষতা বাড়াতে সহায়তা করবে এবং
ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করবে।
শেষে শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।