December 23, 2024, 1:53 pm
শিরোনাম :
তালতলীতে সমুদ্র সমাজের জমকালো বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে গোয়েন্দা পুলিশের সফলতা, জেলা পুলিশ সুপারের স্বীকৃতি তালতলীতে সিআইপিআরবি’র ভাসা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত বেরোবি সেন্ট্রাল মসজিদে মেয়েদের জন্য পৃথক অংশ নির্মাণ শুরুর পথে মুন্সীগঞ্জে ঘন কুয়াশায় প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ বশেমুরবিপ্রবিতে হল সিট বরাদ্দ নিয়ে উত্তেজনা, প্রভোস্ট অফিসে ভাঙচুর বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রতনের শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন

পুঠিয়ায় পিছিয়ে পড়া অনগ্রসর মানুষের মাঝে প্রতিমন্ত্রী দারার উন্নয়ন সামগ্রী বিতরণ

Reporter Name

মুক্তার মাহমুদ, রাজশাহী প্রতিনিধি:

 

পিছিয়ে পড়া দরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণকে এগিয়ে নিতে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার নানান পদক্ষেপ। ঠিক তারই ধারাবাহিকতায় ২০২৩-২০২৪ অর্থ বৎসরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের আওতায় নেয়া হয় নানান রকম পদক্ষেপ। প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দ্বারার নিজ উপজেলায় বিতরণ করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জন্য উচু ও নিচু বেঞ্চ। ক্ষুদ্র নৃগোষ্ঠি ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার প্রত্যন্ত এলাকায় মানুষকে কুকুরে কামড় দিলে তার ভ্যাকসিনের জন্য অনেক দরঝাপ করতে হয় তার জন্য মানুষ যেন সহজে চিকিৎসা বেশ সেবা পান সেজন্য কুকুর এর ভ্যাকসিন সরবরাহ করে দেওয়া হয়।

শনিবার (১৩ জুলাই) সকাল থেকেই ওই সকল জিনিস পত্র বিতরণ করা হয়েছে। পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে, পুঠিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় এর আয়োজনে এসব বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনগ্রসর মানুষকে এগিয়ে নেয়া ও জিনিসপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ, এম.পি, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রধান অতিথির বক্তব্য কালে প্রতিমন্ত্রী বলেন, শুয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীতে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তার সাথে আমি যুক্ত হতে পেরে গর্ববোধ করছি। পুঠিয়ার মানুষ যদি চায় আমি সারা জীবন সবার সেবা করে যাব।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ মোল্লা, চেয়ারম্যান উপজেলা পরিষদ, পুঠিয়া, রাজশাহী।

এসব বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, এ, কে, এম, নূর হোসেন নির্ঝর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুঠিয়া, রাজশাহী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রফেসর নজরুল ইসলাম, সভাপতি পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ। গোলাম ফারুক, সাধারণ সম্পাদক (সাবেক) পুঠিয়া উপজেলা ও সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগ। খ.ম জাহাঙ্গীর আলম (জুয়েল), চেয়ারম্যান পুঠিয়া সদর ইউনিয়ন পরিষদ। মোস্তাফিজুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক আওয়ামী মৎস্যজীবী লীগ রাজশাহী জেলা শাখা। মোঃ আব্দুল মতিন মুকুল, ভাইস চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ। মৌসুমি রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ। ডাঃ সুধীর কর্মকার, সভাপতি ভালুকগাছি ইউনিয়ন। মাসুম পারভেজ, সাধারণ সম্পাদক ভালুকগাছি ইউনিয়ন। তাকবীর হাসান, চেয়ারম্যান (সাবেক) ভালুকগাছি ইউনিয়ন পরিষদ। ডাক্তার সাইফুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ। আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বানেশ্বর ইউনিয়ন। ফজলুর রহমান, সভাপতি (সাবেক) জিউপাড়া ইউনিয়ন। এছাড়াও পুঠিয়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, কৃষক লীগ, সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের আরো বহু নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

 

মহ/ দৈনিক বাংলার তরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন