মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে বাধা প্রদান ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জমির মালিক আশিক আহম্মেদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী এলাকার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে ও ঢাকায় ব্যবসায়ী।
আশিক আহম্মেদ জানান, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বালিয়াকান্দি বাজারে ঘর নির্মাণ শুরু করলে স্থানীয় কয়েকজন প্রভাবশালী বাঁধা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
ভুক্তভোগী অভিযোগ করেন, স্থানীয় ডা. আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল জুবায়ের লিটন, মোঃ ফারুক হোসেন, মোঃ রেজাউল আলম রিপন, মোঃ জুয়েল শেখ, মোঃ রুবেল শেখ ও মোঃ হিমেল শেখ দীর্ঘদিন ধরে তাঁর ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজে বাধা প্রদান করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।
তিনি জানান, ২০২০ সালে আবুল হাশেম শেখের তিন সন্তান—ডা. আব্দুস সালাম, শেখ মহিউদ্দিন মজনু ও অ্যাড. রেহেনাজ পারভীনের কাছ থেকে তিনি জমিটি ক্রয় করেন। পরবর্তীতে নামজারী করে হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন এবং আদালতের রায়ও তাঁর পক্ষে এসেছে। তবে প্রতিবারই জমির দখল ও নির্মাণ কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে।
আশিক আহম্মেদের ছোট ভাই আরজু শেখ বলেন, “আমাদের কাছে সঠিক কাগজপত্র ও আদালতের রায় থাকা সত্ত্বেও প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। এতে আমার ভাই আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “জোরপূর্বক জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি।”