ভারতে পালানোর চেষ্টার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী
সত্যজিৎ পান্ডে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ আহসানুল কাদের
ভূইয়া জানান, “গ্রেপ্তারদের পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে ৫ আগস্টের পরবর্তী মামলা রয়েছে।”
এর আগে ১৪ ও ১৫ ডিসেম্বর রাজধানীতে ছাত্রলীগের নেত্রী নিশিতা ইকবাল নদী ও তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।