সজিব রেজা, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছে উপজেলা তাঁতীদল।
বুধবার (১৫ জানুয়ারি) বিকাল থেকে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। উদ্যোগটির নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলা তাঁতীদলের আহ্বায়ক রিপন মিয়া।
আহ্বায়কের বক্তব্য:
তাঁতীদলের আহ্বায়ক রিপন মিয়া বলেন,
“দেশের প্রতিটি মানুষের কাছে বিএনপির প্রতীক ধানের শীষ পৌঁছে দেওয়া এবং ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে তারেক রহমান ও বিএনপির দুই বছর আগে দেওয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
উপস্থিতি:
লিফলেট বিতরণ কার্যক্রমে ঘোড়াঘাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, ছাত্রদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগে স্থানীয় মানুষের মাঝে রাষ্ট্রকাঠামো সংস্কারের বার্তা পৌঁছানোর পাশাপাশি বিএনপির রাজনৈতিক প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।