মোঃ সিজার হোসেন
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট ইক্ষু ক্রয় কেন্দ্র মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।
দোয়া ও আলোচনা সভা আয়োজন
২৯ জানুয়ারি (বুধবার) বিকেল ৩টায় সাবেক ছাত্রদল নেতা মো. গাজিউর রহমান সরদারের সভাপতিত্বে এবং বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সিজান আব্দুল্লাহর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফার পুত্র জুলফার নাঈম মোস্তফা বিস্ময়। বিশেষ অতিথি ছিলেন বিএনপির উপজেলা সাবেক সেক্রেটারি মো. মনসুর রহমান মাস্টার এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হুদা বাবু।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন—
সাবেক উপজেলা যুবদল সভাপতি মো. সেলিম
বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি মতিউর রহমান
বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রায়হান সরদার হিরো
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাব্বি সরদার
বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মো. ওয়াহেদ আলী
রাজশাহী জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি আরাফাত
বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সেক্রেটারি আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি জুলফার নাঈম মোস্তফা বিস্ময় বলেন, “আমার বাবার ইচ্ছা ছিল তিনি তার প্রিয় মাটি পুঠিয়া-দুর্গাপুরে ফিরে এসে সাধারণ মানুষের পাশে থাকবেন। কিন্তু ২০১০ সালের পর আওয়ামী সরকার তার ওপর অত্যাচার করতে করতে তাকে মেরে ফেলেছে।” তিনি জনগণের দোয়া চেয়ে বলেন, “আমি আপনাদের পাশে আছি এবং থাকব।”
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার বাবা অ্যাডভোকেট নাদিম মোস্তফার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান। একই সঙ্গে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গুরুত্ব দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
দোয়া ও সমাপ্তি
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং অ্যাডভোকেট নাদিম মোস্তফার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মোনাজাত পরিচালিত হয়।