December 7, 2025, 8:25 am

নরসিংপুরে বালু চুরি, ভ্রাম্যমাণ আদালতে তিনজনের সাজা

মিরাজ হুসেন প্লাবন

সুমন আহমদ, সিলেট প্রতিনিধি:

সিলেটের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদী থেকে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ এবং দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করা হয় এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়।

দোয়ারাবাজার উপজেলার সুনাইত্যা শ্রীপুর গ্রামে পরিচালিত এই অভিযানে মোঃ হুশিয়ার আলীর ছেলে মোঃ শাহানুর আলী (৩০) কে ৭ দিনের কারাদণ্ড এবং আব্দুর নূর বতুর ছেলে লালন আহমদ (রাজু) (২৫) ও ওস্তার আলীর ছেলে আশিক আলীকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম বলেন, “পরিবেশ ও অবকাঠামো রক্ষায় এবং নদীভাঙনের ঝুঁকি কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছিল, সময়মতো এই ধরনের অভিযান অত্যন্ত প্রয়োজন ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন