বগুড়ায় সমবায় দলের নারী সমাবেশ, র্যালি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি:
জাতীয়তাবাদী সমবায় দলের আয়োজনে বগুড়ায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দ্রুত জাতীয় সংসদের নির্বাচন দাবি করা হয়।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সমবায় দল বগুড়া জেলা কমিটির সভাপতি মার্জান আহাদ।
সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন। এতে সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী ও সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, “আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। সেই লড়াইয়ের জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন:
🔹 সংগঠনের সিনিয়র নেতা গোলাম রব্বানী জ্যাকি
🔹 সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু
🔹 সাইফুল খান ফাকু, সাজ্জাদ হোসেন, মেহেদি হাসান মানিক, অ্যাডভোকেট ফারুক আহমেদ, মুসকি
এছাড়া বক্তব্য দেন সংগঠনের নেত্রীবৃন্দ:
🔸 মমতাজ বেগম, ফরিদা ইয়াসমিন, শিউলী খাতুন, শাহানা ইউসুফ (রুশি), ফৌজিয়া আক্তার পুতুল, রওশন আক্তার, হামিদা বেগম।
সমাবেশের পর শহরের প্রধান প্রধান সড়কে বিশাল র্যালি বের করা হয়।
পরে একই মিলনায়তনে মরহুম আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক পৃথক সভা ও জেলা কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, যা পরিচালনা করেন বগুড়া জেলা সমবায় দলের সভাপতি মার্জান আহাদ।