October 16, 2025, 9:36 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভুক্তিসহ ৭ দফা দাবিতে বিএইচএমএস চিকিৎসকদের মানববন্ধন

মিরাজ হুসেন প্লাবন

মো. সুমন রানা, জিএইচএমসি প্রতিনিধি

ঢাকা, ২ ফেব্রুয়ারি – বিএইচএমএস গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতি বৈষম্য দূর করা এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষার্থীরা।

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়ন ও স্বীকৃতির জন্য ৭ দফা দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো:
1️⃣ বিএইচএমএস গ্রাজুয়েট চিকিৎসকদের বিসিএস স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভুক্তি।
2️⃣ হোমিওপ্যাথির জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
3️⃣ উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ সৃষ্টি।
4️⃣ সরকারি দপ্তরের হোমিওপ্যাথি সেক্টর থেকে অনিয়ম ও স্বজনপ্রীতি বন্ধ করা।
5️⃣ ব্রিজ কোর্স বা কনডেন্স কোর্স চালুর অপচেষ্টা প্রতিরোধ।
6️⃣ বিএইচএমএস চিকিৎসকদের জন্য সরকারি চাকরির বয়সসীমা ৩৪ বছর করা।
7️⃣ কেবলমাত্র যোগ্য ও গ্রাজুয়েট বিএইচএমএস চিকিৎসকদের মাধ্যমে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতি দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমাদের যথাযথ স্বীকৃতি ও সুযোগ দিতে হবে, যাতে আমরা মানুষের সেবায় আরও কার্যকরভাবে অবদান রাখতে পারি।”

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এসব দাবির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন