July 30, 2025, 6:09 pm
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

স্ত্রী বাবার বাড়ি চলে গেলে অভিমানে স্বামীর আত্মহত্যা

আক্কাছ আলী

আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে ভাড়াটিয়া বাসার ঘরের আড়ার সাথে স্ত্রীর ওড়না দিয়ে ফাসঁ লাগিয়ে আত্নহত্যা করেছেন স্বামী। পুলিশ মঙ্গলবার (২০ মে) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করছে।

জানাগেছে, নিহত ইজাবুল (৪৫) টঙ্গিবাড়ী উপজেলার সিলিমপুর গ্রামের সিরাজুল ইসলাম এর বাসায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করতো। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চড়ইকুড়ি গ্রামের মহিবুল ইসলাম এর ছেলে। তার স্ত্রীর ইয়াসমিনের সাথে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত তার।

সোমবার (১৯মে) ইজাবুল শ্রমিকের কাজ করে বাড়ি ফেরার পর স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে ইয়াসমিন (৩৬) রাগ করে রাত ৯টার দিকে তার পিতার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার বাহাদুর পুর গ্রামের লাল চান এর বাসায় চলে যান। পরে ইজাবুল ঘরের দরজা বন্ধ করে শুয়ে পরে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তার ভাড়াটিয়া বাসার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে ঘরের বেড়ার ছিদ্র দিয়ে ওই বাড়ির লোকজন দেখতে পায় ইজাবুল (৪৫) ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাাগিয়ে মৃত অবস্থায় ঝুলে রয়েছে।

পরে বাড়ির লোকজন তার স্ত্রী ও টঙ্গিবাড়ী থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে মৃতদেহ ঝুলন্ত অবস্থা হতে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আনইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন