রিপোর্ট: মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি, রাজবাড়ী,
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পুকুরে ডুবে তাহমিদ শেখ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তাহমিদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের হাসান শেখের ছেলে।
রবিবার সকাল পৌনে ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুটি মারা যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাহমিদকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা জানান, শিশুটি বাড়ির সবার অজান্তে পুকুরে পড়ে যায় এবং ডুবে মারা যায়।