নুরুল হক মোরশেদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারের বড়লেখায় জামিনের প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফারুক আহমদ (৪৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দিবাগত রাত ৩টায় বড়লেখা উপজেলার মুড়াউল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কুলাউড়ার বাসিন্দা নজরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভাই রুহুল আমিন একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। সেই সুযোগে বড়লেখার পানিধারা এলাকার ফারুক আহমদ নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে জামিন করিয়ে দেওয়ার প্রলোভন দেখান। এ বিষয়ে গত ১৭ মার্চ কুলাউড়া পৌর এলাকার নূরজাহান রেস্টুরেন্টে সাক্ষীদের উপস্থিতিতে ফারুকের সঙ্গে একটি লিখিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, তিন দিনের মধ্যে জামিন না হলে নেওয়া টাকা ফেরত দেওয়ার কথা ছিল। এর ভিত্তিতে পূবালী ব্যাংকের একাউন্টে ২,৫০,০০০ টাকা জমা দেওয়া হয়।
কিন্তু নির্ধারিত সময়ে জামিন না করিয়ে টাকা ফেরত চাইলে ফারুক সময়ক্ষেপণ করেন এবং একপর্যায়ে হুমকি দিয়ে টাকা দিতে অস্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আরও অভিযোগ রয়েছে, একইভাবে ফারুক আহমদ ওই ভুক্তভোগীর এক পরিচিত ব্যক্তির কাছ থেকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে ৩০ হাজার টাকাসহ মোট প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ভুক্তভোগী কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম বলেন, “টাকার বিনিময়ে জামিন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি প্রতারণা এবং গুরুতর অপরাধ। এতে শুধু আইনের অপব্যবহার হয় না, মানুষের বিচার বিভাগের ওপর আস্থা নষ্ট হয়। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।”
তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি যদি টাকা নিয়ে জামিন, মামলা বা পুলিশি সহায়তার প্রতিশ্রুতি দেয়, সতর্ক থাকুন এবং আমাদের জানান। মৌলভীবাজার জেলা পুলিশ আইনের যথাযথ প্রয়োগ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।