December 7, 2025, 7:49 am

বিশ্বাসঘাতকতা! এতিমদের সম্পত্তি হাতিয়ে নিল বড় বোন

মিরাজ হুসেন প্লাবন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামে সম্পত্তি লোভে ছোট ভাইকে দেওয়া কথা অস্বীকার করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছমেদ আলীর বড় মেয়ে মোছাঃ জুলেখা খাতুন (৬৫), স্বামী আব্দুল হাসিমের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

ঘটনার বিস্তারিত:
স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মা মারা যাওয়ার পর তিন ভাইবোনের মধ্যে বড় বোন জুলেখা, মেজো বোন মালেকা (৬০) এবং ছোট ভাই আলী উসমান (৫৫) সংসার চালিয়ে আসছিলেন। আলী উসমানের উপার্জনেই চলত সংসার। তিনি পৈতৃক সম্পত্তির পাশাপাশি নিজের আয়ে কিছু জমি কিনে বড় বোনকেও সমান অংশীদার করেন।

উত্তরাধিকার সূত্রে ১৮ শতক জমি দুই ভাইবোনের নামে রেকর্ড হয়। পরবর্তীতে অভাবের কারণে ৫ শতক জমি বিক্রি করা হয়। বাকি ১৩ শতক জমি থেকে ছোট ভাই তার বড় বোনের অংশ বুঝিয়ে দিতে উদ্যোগ নেন। বিশ্বাসের ভিত্তিতে বড় বোনকে ৯ শতক জমি হেবা ঘোষণার মাধ্যমে হস্তান্তর করেন আলী উসমান। তখন জুলেখা খাতুন কথা দেন যে তিনি তার অংশ ছোট ভাইকে ফিরিয়ে দেবেন।

কিন্তু দুর্ভাগ্যবশত ছোট ভাই মৃত্যুবরণ করেন। এরপর বড় বোন পূর্বের দেওয়া কথা অস্বীকার করে রেকর্ড অনুযায়ী জমির মালিকানা দাবি করে মৃত ভাইয়ের দুই এতিম সন্তানের বিরুদ্ধে গ্রাম আদালতে মামলা করেন।

গ্রামবাসীর প্রতিক্রিয়া:
এ ঘটনায় গ্রামে সমালোচনার ঝড় উঠেছে। গ্রামবাসীর প্রশ্ন—“মানুষ কতটা স্বার্থপর হলে এমন বিশ্বাসঘাতকতা করে এতিমদের সম্পদ হাতিয়ে নেয়?”

স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন