July 31, 2025, 12:08 am
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

বিএনসিসির প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপ্তি বেরোবিতে!

মিরাজ হুসেন প্লাবন

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবির উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “শিক্ষার্থীরা যদি বিএনসিসির কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাহলে ক্যাম্পাস থেকে অপরাজনীতি ও অপসংস্কৃতি দূর হবে। ক্যাডেটরা প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রাপ্ত জ্ঞান মানবিক কল্যাণে প্রয়োগ করতে পারলে এই প্রশিক্ষণ কার্যক্রম প্রকৃত অর্থে সার্থক হবে।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় বিএনসিসির সৃজনশীল ও মানবিক উদ্যোগের পাশে থাকবে এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী এই কার্যক্রমে সম্পৃক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অংশগ্রহণকারী ক্যাডেটদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। প্রথম স্থান অধিকার করেন রংপুর কারমাইকেল কলেজের ল্যান্স কর্পোরাল সাইফুল্লাহ আত তালহা, দ্বিতীয় স্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট সার্জেন্ট মোঃ হাসিবুল হাসান এবং তৃতীয় স্থান অর্জন করেন রংপুর কারমাইকেল কলেজের ক্যাডেট সার্জেন্ট তানজির হোসেন। উপাচার্য তাদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, ৩২ বিএনসিসি ব্যাটালিয়নের মহাস্থান রেজিমেন্টের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর আবু রিফাত মোঃ মোতালেব, বেরোবি বিএনসিসি’র পিইউও ইফফাত আরা বাঁধন, রংপুর সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা দেবনাথ ও ডা. আখতারুজ্জামান প্রমুখ।

প্রশিক্ষণে রংপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ৩০ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও শিক্ষণীয়, যা ক্যাডেটদের মাঝে মানবিক সেবার চেতনা আরও গভীরভাবে ছড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন