December 7, 2025, 2:03 pm

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সুমন আহমদ,

সুমন আহমদ, সিলেট প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নেতরছই হাফিজিয়া এন্ড ইসলামিক মডেল মাদরাসা মাঠে আয়োজিত কর্মী সমাবেশের শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ধারাবাহিক কর্মসূচির চতুর্থ সভা হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ লয়লুছ খান। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রউফ।

বিশেষ অতিথির বক্তব্যে নরসিংপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ হাফিজুল ইসলাম বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। একটি গোষ্ঠী ইসলাম ও কুরআনের নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে, তবে এ ষড়যন্ত্র সফল হবে না।”

কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রউফ, সদস্য মোঃ মজমদর আলী, মোঃ করম আলী, মোঃ নিজাম আলী, মোঃ সমশের আলী, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মোঃ আব্দুছ সাত্তার, মোঃ আব্দুল মতিনসহ স্থানীয় অঙ্গসংগঠনের বহু নেতা-কর্মী।

সভায় উপস্থিত নেতাকর্মীরা দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন