December 7, 2025, 3:47 pm

উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ

মিরাজ হুসেন প্লাবন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে উপজেলা উন্নয়ন কমিটির অফিসে দুর্বৃত্তদের লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে পৌর এলাকার মার্কাস মসজিদ মোড় সংলগ্ন কমিটির অফিসে ঢুকে দুর্বৃত্তরা মালামাল লুট করে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অফিসের আলমারি, সোফাসেট, ফ্যান, চেয়ার, টেবিল, টিভি ও ফাইলপত্রসহ গুরুত্বপূর্ণ নথি লুট করে নিয়ে গেছে।

ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি ও সমাজসেবক শওকত হাসান মিঞা বলেন, “ইসলামপুরের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমি যে উন্নয়নের ডাক দিয়েছি, সেটিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন