ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে উপজেলা উন্নয়ন কমিটির অফিসে দুর্বৃত্তদের লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে পৌর এলাকার মার্কাস মসজিদ মোড় সংলগ্ন কমিটির অফিসে ঢুকে দুর্বৃত্তরা মালামাল লুট করে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অফিসের আলমারি, সোফাসেট, ফ্যান, চেয়ার, টেবিল, টিভি ও ফাইলপত্রসহ গুরুত্বপূর্ণ নথি লুট করে নিয়ে গেছে।
ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি ও সমাজসেবক শওকত হাসান মিঞা বলেন, “ইসলামপুরের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমি যে উন্নয়নের ডাক দিয়েছি, সেটিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।”
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।