December 23, 2024, 3:42 pm
শিরোনাম :
শেরপুরে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত তালতলীতে সমুদ্র সমাজের জমকালো বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে গোয়েন্দা পুলিশের সফলতা, জেলা পুলিশ সুপারের স্বীকৃতি তালতলীতে সিআইপিআরবি’র ভাসা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত বেরোবি সেন্ট্রাল মসজিদে মেয়েদের জন্য পৃথক অংশ নির্মাণ শুরুর পথে মুন্সীগঞ্জে ঘন কুয়াশায় প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ বশেমুরবিপ্রবিতে হল সিট বরাদ্দ নিয়ে উত্তেজনা, প্রভোস্ট অফিসে ভাঙচুর বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রতনের শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার

বগুড়ায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর নির্বাচন অনুষ্ঠিত

মামুন, বগুড়া প্রতিনিধিঃ

মামুন, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

২ নভেম্বর, শনিবার, হর্টিকালচার সেন্টার বনানী বগুড়ায় এই ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়, সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে, বগুড়া, পাবনা, জয়পুরহাট ও সিরাজগঞ্জ সহ চারটি জেলা নিয়ে গঠিত বগুড়া অঞ্চলের নির্বাচনে বগুড়া জেলার ৩৭৬ জন ও পাবনা, জয়পুরহাট ও সিরাজগঞ্জ সহ ৩ টা জেলার ৬২৪ জন সহ মোট ১০০০ জন ভোটার অংশগ্রহণ করেন।

উক্ত ভোটে কেন্দ্রীয় কমিটিতে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে কেন্দ্রীয় মহাসচিব পদপ্রার্থী, সৈয়দ জাহিদ হোসেন, ও সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী এসটি আহমেদ, সহ বিভিন্ন পদে ৩৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এবং কেন্দ্রীয় সভাপতি পদে যাথাক্রমে জিয়াউল হায়দার পলাশ ক্রম ১ ও দিপক চন্দ্র রায় ক্রমিক ২ প্রতিদ্বন্দ্বিতা করেন, এতে জিয়াউল হায়দার পলাশ বগুড়া অঞ্চলে ৮৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিপক চন্দ্র ভোট পান ৩৯ টি।

পাবনা, জয়পুরহাট ও সিরাজগঞ্জ এই তিনটা অঞ্চলের সহ সাংগঠনিক পদে ২ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ভোট গণনা চলছিল। এবং বগুড়া অঞ্চলে ১১ টি পদের মধ্যে সভাপতি একেএম মঞ্জুর আলম সহ ১০ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, এবং সাধারণ সম্পাদক পদে এনামুল হক ১ নং ক্রমিকে ও ওয়াসিম উদ্দিন তালুকদার ২ নং ক্রমিকে প্রতিদ্বন্দ্বিতা করেন এতে এনামুল হক ৪৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওসিম উদ্দিন তালুকদার, ভোট পেয়েছেন ৪০৭ টি।

বগুড়া জেলায় সভাপতি, পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ও সাধারণ সম্পাদক ফরিদুর রহমান সহ ১৭ টি পদে ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কেন্দ্রীয় সভাপতি, জিয়াউল হায়দার পলাশ, ও মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন।
বগুড়া অঞ্চলের সভাপতি একেএম মঞ্জুর আলম ও সাধারণ সম্পাদক এনামুল হক নির্বাচিত।

উক্ত নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন, এটিএম মোস্তফা কামাল, নার্সারি তত্ত্বাবধায়ক, হর্টিকালচার সেন্টার, ফুলদিঘি, বনানী, বগুড়া, এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আবু তাহের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, (অবসরপ্রাপ্ত)।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত শাজাহানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, নিরবিচ্ছিন্ন ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, আইনশৃঙ্খলার কোন অবনতি হয়নি।

সকাল ৮ ঘটিকায় শুরু হয়ে উৎসব মুখর পরিবেশে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন