December 22, 2024, 11:54 pm
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি অসন্তুষ্ট

মিরাজ হুসেন প্লাবন

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে হতাশা প্রকাশ করেছেন। তিনি এবং তার দল আশা করেছিলেন, প্রধান উপদেষ্টা দেশের সমস্যা চিহ্নিত করে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রূপরেখা তুলে ধরবেন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আয়োজিত মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ফখরুল এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের মঙ্গলার্থে দ্রুত নির্বাচন হওয়া জরুরি, কারণ বর্তমান সরকার নির্বাচিত নয়। যতদিন তারা ক্ষমতায় থাকবে, ততদিন সমস্যার গভীরতা বাড়বে। তাই সরকারের উচিত এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।

ফখরুল আরও জানান, বিএনপি সংস্কারের পক্ষে। দুই বছর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংসদ ও বিচার বিভাগের সংস্কারের প্রস্তাব করেছিলেন, যা এখন জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। তিনি বলেন, সরকারকে যৌক্তিক সময়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে, যাতে জনগণ মনে না করে যে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।

এ সময়, ক্ষমতা আঁকড়ে রাখার খেসারত শেখ হাসিনাকে মনে করিয়ে দেন বিএনপি মহাসচিব।

তরুণদের নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তারা নতুন বাংলাদেশ গড়তে সক্ষম। তিনি গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে বলেন, তারা আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। তবে সতর্ক করে দেন যে, এমন কোনো কাজ করা উচিত নয়, যা দেশকে আবারও অনিশ্চয়তা ও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।

ফখরুল অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, যাতে তারা এমনভাবে এগোয় যা সবার কাছে গ্রহণযোগ্য হয়। তিনি বলেন, বর্তমান সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তবে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং দৃশ্যমান পদক্ষেপের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন