December 22, 2024, 11:21 pm
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

আনিসুল হকের পাঁচ দিন এবং জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর।

মিরাজ হুসেন প্লাবন

রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জ্যাকবের তিন দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এই আদেশ দেন।

এদিন সালমান এফ রহমান, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদারকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সকাল ৯টার দিকে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকা চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ দিন এবং শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রিমান্ডের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, তারা রূপনগর বা উত্তরার বাসিন্দা বা সংসদ সদস্য নন এবং কখনও ওই এলাকায় যাননি। তাদের বিরুদ্ধে হয়রানি মূলকভাবে মামলা করা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষ রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের পাঁচ দিন এবং জ্যাকবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব ও পশ্চিম থানার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার তথ্যে জানা যায়, ৫ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ রোডের পাশে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। ওই দিন বিকাল ৪:৩০ টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন ফজলুল সহ আরও কয়েকজন। পরে ওইদিন রাত ৯:১৯ মিনিটে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল (৪৪) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৯ জনের বিরুদ্ধে ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আনিসুল হক ছিলেন চতুর্থ আসামি।

গত ১৩ আগস্ট নৌপথে ‘পলায়নরত অবস্থায়’ রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হন। তাদের গ্রেপ্তার করার সময় নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যার অভিযোগও আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন