নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠী বাজার এলাকায় মাদক বিক্রির সময় এক নারী টিকটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাবেয়া আক্তার সাথী (৩৮) এবং সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫)। রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে এবং টিকটকার হিসেবে এলাকায় পরিচিত। সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। তারা দুজনই নেছারাবাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, রাবেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম শাওনের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছে।