ওবায়দুল্লাহ কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সুনীতি-শান্তি হলে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় সঙ্গীত ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এই আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ ড. মোসা. শাহীনুর বেগম। উপস্থিত ছিলেন হলের হাউজ টিউটর, বিভিন্ন বিভাগের শিক্ষক, এবং আবাসিক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের প্রধান বক্তব্য
প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “বাংলাদেশের মানচিত্র তৈরিতে যারা জীবন দিয়েছেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকের তরুণ প্রজন্মকেই জাতির নেতৃত্ব দিতে হবে। তাই নিজেদের চৌকস হয়ে গড়ে তুলতে হবে এবং দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”
হলের প্রাধ্যক্ষ ড. মোসা. শাহীনুর বেগম বলেন, “হলটি ২০২২ সালে উদ্বোধন হলেও অনেক সমস্যার এখনো সমাধান হয়নি। সীমাবদ্ধতার মাঝেও ছাত্রীদের জন্য একটি ভালো পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা জরুরি।”
সাংস্কৃতিক পরিবেশনা
অনুষ্ঠানের শেষ ভাগে শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। এছাড়া হলের খেলাধুলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সংস্কৃতি চর্চায় নতুন প্রেরণা যোগাবে বলে আশা ব্যক্ত করেছেন আয়োজকেরা।