সচিবালয়ের অগ্নিকাণ্ডের বিষয়ে নৌবাহিনীর সদস্য আমিনুল ইসলামের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মন্তব্য বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এটি নৌবাহিনীর কোনো আনুষ্ঠানিক বা অফিসিয়াল বক্তব্য নয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে আইএসপিআরের সহকারী পরিচালক সাইদ্য তাপসী রাবেয়া লোপার সই করা এক বিশেষ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় সচিবালয়ের অগ্নিকাণ্ড মোকাবিলায় আমিনুল ইসলাম এসসিপিও (জেসিও) এর নেতৃত্বে নৌবাহিনীর সাত সদস্যের একটি দল মোতায়েন করা হয়। এ সময় অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমিনুল ইসলাম।
তিনি দাবি করেন, “সচিবালয়ের আগুন শর্ট সার্কিট থেকে নয়, এটি লাগানো হয়েছে।” তবে আইএসপিআর জানিয়েছে, এই বক্তব্য নৌবাহিনীর অফিসিয়াল মন্তব্য নয়, এটি তার একান্ত ব্যক্তিগত মতামত।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে এখনো তদন্ত চলছে। প্রশাসন থেকে অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো প্রকার অনুমানের ভিত্তিতে বিবৃতি না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সচিবালয়ের এই অগ্নিকাণ্ড নিয়ে জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে সঠিক তথ্য পেতে সরকার ও সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে আরও বিস্তারিত তদন্তের অপেক্ষায় রয়েছে দেশবাসী।