বগুড়া প্রতিনিধিঃ
“আমার স্কুলপড়ুয়া ছেলেকে মিথ্যা মামলায় জড়িয়ে পরিবার ধ্বংসের ষড়যন্ত্র চলছে,” এমন অভিযোগ করেছেন ধুনট উপজেলার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফৌজিয়া হক বিথী। শনিবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।
বিথী জানান, তার ছেলে ঢাকার একটি আবাসিক স্কুলে পড়াশোনা করছে। তাকে একটি মামলায় ১৫ নম্বর আসামি করা হয়েছে। তিনি বলেন, “একটি মহল আমাদের পরিবারকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। কিছুদিন আগে আমাকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। শ্লীলতাহানির শিকার হয়েছি, কিন্তু থানায় অভিযোগ করেও কোনো বিচার পাইনি। এখন আমার ছেলেকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।”
সাহসী কণ্ঠস্বর
সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার ফৌজিয়া হক বিথী করোনাকালে অসহায় মানুষের জন্য নিজের বেতনের টাকা ব্যয় করে মানবিক সহায়তা দিয়েছেন। তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
থানা ও বাদীর বক্তব্য
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, মামলায় বর্ষণকে ১৫ নম্বর আসামি করা হয়েছে। তদন্তের পর প্রমাণিত হলে তার নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হবে।
মামলার বাদী রেজাউল করিম বলেন, তিনি বর্ষণ নামে কাউকে চেনেন না। একটি পক্ষ তাকে মামলা করতে সহায়তা করেছে এবং তিনি কেবল মামলার কপিতে স্বাক্ষর করেছেন।
বিথী বিষয়টির সুরাহা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।