July 8, 2025, 11:19 am

ঢাকায় বেড়েছে ছিনতাই, আতঙ্কে সাধারণ মানুষ !!

মোঃ নিজামুল ইসলাম

চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় কত মামলা হয়েছে, তা নিজেদের ওয়েবসাইটে তুলে ধরেছে পুলিশ সদর দপ্তর। তাদের তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানায় গত আগস্ট থেকে নভেম্বর সময়ে ছিনতাইয়ের (রবারি বা দস্যুতা) ঘটনায় মামলা হয়েছে ৬৫টি। গত বছর এই চার মাসে মামলা হয়েছিল ৬৭টি। ফলে দেখা যাচ্ছে, গত বছরের একই সময়ের তুলনায় ছিনতাইয়ের মামলা দুটি কম হয়েছে। কিন্তু পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বছরের সঙ্গে এ বছরের তুলনা চলে না। এ বছরের আগস্ট মাসে পুলিশি কার্যক্রম একেবারেই ভেঙে পড়েছিল। এখনো পুলিশি কার্যক্রম পুরো স্বাভাবিক হয়নি।

ঢাকায় ডাকাতির ঘটনা সাধারণত কম ঘটে। মামলাও কম হয়। পুলিশের তথ্য বলছে, চলতি বছর আগস্ট থেকে নভেম্বর সময়ে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ১৭টি। গত বছর একই সময়ে মামলা হয়েছিল ৬টি। চুরির ঘটনায় এবার মামলা হয়েছে ৩৪০টি। গত বছর একই সময়ে মামলা হয়েছিল ৫৩৪টি।

পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ বলছেন, এখন অপরাধের ঘটনা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এ কারণে মানুষের মধ্যে আতঙ্ক বেশি তৈরি হচ্ছে।

অনেক ক্ষেত্রে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ নিয়ে যান না। ফলে শুধু মামলার পরিসংখ্যান দিয়ে অপরাধের প্রকৃত চিত্র উঠে আসে না। যেমন কাস্টমসের একজন কর্মকর্তার বাসার আসবাব নিয়ে আসার পথে তাঁর বন্ধু যাত্রাবাড়ীর শনির আখড়ায় ছিনতাইকারীর কবলে পড়েন। কাস্টমসের ওই কর্মকর্তা বলেন, মেয়র হানিফ উড়ালসড়কের প্রবেশপথে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর বাসার আসবাব নিয়ে আসা ট্রাকটি যানজটে আটকে ছিল। তখন ১২ থেকে ১৫ জনের একটি ছিনতাইকারী দল (আইনত ডাকাতি) তাঁর বন্ধুকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ও মালামাল নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মামলা করেননি ভুক্তভোগী।

কাস্টমসের ওই কর্মকর্তা  বলেন, যানজটের মধ্যে এ রকম সংঘবদ্ধভাবে ছিনতাই হচ্ছে, এটা খুবই উদ্বেগজনক।

পুলিশও বলছে, ঢাকায় ছিনতাই বেড়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ‘আমার কাছে যে রিপোর্ট, তাতে দেখা যায় ছিনতাই অনেক বেড়ে গেছে। অধিকাংশ ছিনতাই হচ্ছে মুঠোফোন।’ তিনি বলেন, বাসে যাত্রী বসে থাকে, মুঠোফোন ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। ধারালো অস্ত্র দেখিয়ে মুঠোফোন ছিনতাই হচ্ছে। তিনি রাস্তাঘাটে মুঠোফোন ব্যবহারের সময় সতর্ক থাকার আহ্বান জানান এবং পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উদ্যোগী হচ্ছে বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন