🟥 সশস্ত্র ডাকাতদের তাণ্ডব!
সকালে ঘুম ভাঙলো শ্রীনগরে লুটের ঘটনায়, হাত-পা বাঁধা সচিব পরিবারের সদস্যরা।
পুলিশ বলছে, তদন্ত চলছে, গ্রেপ্তারের চেষ্টা।
আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান এবং তাঁর চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতে সশস্ত্র ডাকাতি সংঘটিত
হয়েছে। আজ রোববার ভোরে শ্রীনগর উপজেলার বাড়ৈখালীর শিবরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, ১০-১২ জনের একটি ডাকাত দল দুই বাড়ি থেকে প্রায় ৬ লাখ ৯০ হাজার টাকা নগদ এবং ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে। সেলিম
খানের বাড়ি থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার এবং তাঁর চাচাতো ভাইয়ের বাড়ি থেকে ৩ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।
সচিবের বড় বোন জানান, ডাকাতরা বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র
ছিল।
ঘটনার পর পুলিশ সুপার শামসুল আলম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান,
‘‘আমাদের একাধিক টিম ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’’
এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাড়াতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।