🟥 “হাঁসগুলো মৃত দেখতে পেলাম, সংসার চালানো এখন অনিশ্চিত” — আব্দুল মান্নান
মো. জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের বিষ প্রয়োগে চা বিক্রেতা আব্দুল মান্নানের ২১টি হাঁস
মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
আব্দুল মান্নান জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় হাঁসগুলো ঘরে ঢুকেছিল। তবে রোববার সকালে ঘরের দরজা খুলে তিনি দেখতে পান, সব হাঁস মৃত
অবস্থায় পড়ে রয়েছে। তার দাবি, শত্রুতার জেরে কেউ বিষ প্রয়োগ করেছে, যার ফলে প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকার ক্ষতি হয়েছে।
মান্নান বলেন, “হাঁসগুলো প্রতিদিন ডিম দিতো। ডিম বিক্রি করে সংসার চালাতাম। এখন এই আয়ের পথ বন্ধ হয়ে গেল।”
ঘটনার বিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর বিশ্বাসকে অবহিত করা হয়েছে। এ ছাড়া বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।