আক্কাছ আলী,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে এসে সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা
ঘটেছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ ৯ জন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। আটক শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারলেও সংঘর্ষে আহত শিক্ষার্থীরা তাদের পরীক্ষা দিতে
পারেনি।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন সেমিস্টারের মৌখিক পরীক্ষা
অনুষ্ঠিত হচ্ছিল। এসময় ক্যাম্পাসে আসেন ছাত্রলীগের সাবেক শিক্ষার্থীরা। তাদের আগমন কেন্দ্র করে দুপুর ১২টার দিকে উত্তেজনা শুরু হয়, যা এক
পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে হস্তক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হলেও তারা পরীক্ষায় অংশগ্রহণ
করতে পারেনি। এ প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, “ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারায় এই শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা করতে হবে।”
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজিব দে জানান, আটকদের থানায় রাখা হয়েছে এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষের এ ঘটনাকে কেন্দ্র করে পলিটেকনিক ক্যাম্পাসে এখনও উত্তেজনা বিরাজ করছে।